চেক ইস্যুতে নীরব, ফ্লোর প্রাইস তুলবে না বিএসইসি
চেক নগদায়নের আগে শেয়ার কেনা নয়- এই সিদ্ধান্ত না পাল্টালে পুঁজিবাজার চাপে পড়বে, চিঠি দিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে স্টক ব্রোকাররা জানানোর পর বিনিয়োগকারীরা দেখছেন চাপ কাকে বলে। এখন আবার ফ্লোর প্রাইস নিয়ে গোপনে আপত্তির কথা বলাবলি হচ্ছে। এটি শেয়ারকে তার নির্ধারিত দরে যেতে বাধা দিচ্ছে,…